বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

কিয়েভ থেকে ভারতে গিয়ে বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১১৪ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত মাসে যখন বোমাবর্ষণ চলছিল, তখন ভাড়া বাসায় বন্দি ছিলেন আন্না হোরোদেৎস্কা। ওই সময়ই আন্না ভারতে চলে যান। সঙ্গে নিয়ে যান কয়েকটি টি-শার্ট আর একটি কফি মেশিন। বিয়ের উপহার হিসেবে আন্নার দাদি তাকে এসব দেন। আইটি কোম্পানিতে কর্মরত ৩০ বছর বয়সী আন্না ১৭ মার্চ দিল্লি বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ৩৩ বছর বয়সী আইনজীবী অনুভব ভাসিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় তাদের প্রণয় চলছিল।

বিমানবন্দরে এসে অভিভূত হন আন্না। তিনি দেখেন, একদল বাদক ড্রাম বাজাচ্ছে। উৎসবের সুর ভেসে আসছে তাদের ড্রাম থেকে। অনুভব তখন এক হাঁটু গেড়ে আন্নার সামনে বসে পড়েন। তাকে বিয়ের প্রস্তাব দেন। সঙ্গে করে আনা একটি আংটি পরিয়ে দেন আন্নার আঙুলে। প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গেই আন্না রাজি হয়ে যান।

গত রোববার দিল্লিতে বেশ আড়ম্বরের সঙ্গে আন্না-অনুভব জুটির বিয়ে হয়েছে। চলতি মাসের শেষ দিকে তারা বিয়ে নিবন্ধনের জন্য আদালতের দ্বারস্থ হবেন। বিয়ে করলেও ভারতীয় আইনে বৈধতা নিতে আদালতে যাবেন তারা। তারা দুজন দুই ধর্মাবলম্বীর। অনুভব হিন্দু আর আন্না খ্রিস্টধর্মাবলম্বীর। ‘অনুভবকে বিয়ে করা’র উদ্দেশ্যেই এক বছরের ভিসায় ভারতে এসেছেন আন্না। ২০১৯ সালের আগস্টে আন্না ও অনুভবের প্রথম সাক্ষাৎ হয়। ওই বছর ভারতে ঘুরতে এসেছিলেন আন্না। একা এসেছিলেন তিনি।

ভারতে আসার পর একদিন এক বারে (পানশালা) যান আন্না। সেখানেই অনুভবের সঙ্গে দেখা হয় আন্নার। দুজনের দুজনকে ভালো লেগে যায়। একে অপরকে মুঠোফোন নম্বরও দেন। ইনস্টাগ্রামেও একজন আরেকজনকে অনুসরণ করতে শুরু করেন। এর পর কীভাবে কী হলো জানতে চাইলে বিবিসির গীতা পা-েকে এ নবদম্পতি বলেন, ‘বাকিটা ইতিহাস।’

তবে করোনা ভাইরাস মহামারী, কোয়ারেন্টিন-সংক্রান্ত নিয়ম, ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ দুই মহাদেশের দুই প্রান্তে থাকা দুজন মানুষের মধ্যে বড় বাধা হয়ে দাঁড়ায়। এতে অনেকবার দেখা করার পরিকল্পনা করলেও তা ভেস্তে যায়। আন্নার জন্মভূমি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

অনুভব যেমন বলছিলেন, ‘২০১৯ সালে আমাদের অনেক কথা হতো।’ এর পর ২০২০ সালের মার্চে আন্না আবারও ভারতে আসেন। এবার সঙ্গে করে এক বান্ধবীকে নিয়ে ভারতে আসার পর অনুভব তাদের দুজনকে আগ্রায় ‘প্রেমের তাজমহল’ দেখাতে নিয়ে যান। ভারতের মরুরাজ্য হিসেবে পরিচিত রাজস্থানের আন্নাদের নিয়ে যান অনুভব। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে ভারতে আকস্মিক লকডাউন দেওয়া হয়। অনুভব আন্না ও তার বান্ধবীকে দিল্লিতে তাদের বাড়িতে থাকার প্রস্তাব দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com