বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

ক্ষমতা হারিয়ে আরও কোণঠাসা ইমরান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছেন ইমরান খান। ক্রিকেট তারকা থেকে পাকিস্তান রাষ্ট্রের অধিনায়ক হয়ে ওঠা এই নেতার কথা ও কর্মের সত্যতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন ও পরিহাস বাড়ছে দেশটির নানা মহলে। সর্বশেষ, পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার যে বিবৃতি দিয়েছেন, এতে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের কথা ভিত্তিহীন বলে উল্লেখ করায় বিরোধীরা এখন ইমরানকে ‘মিথ্যুক’ বলে অভিহিত করছে। খবর জিয়ো নিউজ ও ডন নিউজের।

এ মাসে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। তিনি দাবি করে আসছিলেন, এ অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রের অংশ। একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্রের) ‘হুমকির চিঠির’ সঙ্গে এর যোগসূত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিরোধী দলগুলো এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) কূটনৈতিক তারবার্তা নিয়ে কাজ করছে কিনা, এমন প্রশ্নে ইফতিখার বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো পাকিস্তানি রাষ্ট্রদূতদের তারবার্তা অতি গোপনীয় নথি। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত বিবেচনায় এ তারবার্তার কিছু অংশ আমরা আইএসআই অধিদপ্তরে গ্রহণ করেছি।’

এ নিয়ে টুইটে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘আইএসপিআর ডিজির সংবাদ সম্মেলন গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মতো। গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি সমর্থন কেবল সব প্রতিষ্ঠানই নয়, সব পাকিস্তানিরই দায়িত্ব।’

ভুট্টো বলেন, ‘পাকিস্তানের সব সমস্যার সমাধান হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং আরও বেশি গণতন্ত্র। যদি আমরা এ পথ অনুসরণ করি, বিশ্বের কোনো শক্তিই পাকিস্তানের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না।’

নিজের সরকারকে রক্ষা করতে জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে ব্যবহার করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। টুইটে তিনি লিখেছেন, ‘নিজের সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার মতো নিন্দনীয় প্রচেষ্টার জন্য এখনই আপনাকে কাঠগড়ায় দাঁড় করানোর সময়। জবাবদিহি করুন, বরাবরের মতো পালিয়ে যাবেন না। কারণ, এবার আর জাতি আপনাকে সে সুযোগ দেবে না।’

নওয়াজ আরও বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে আপনি ভয়ঙ্কর খেলা খেলেছেন। এনএসসির মতো ফোরামকে নিজের ষড়যন্ত্রের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছেন। আপনি ভিত্তিহীন গল্প সাজিয়েছেন, যা কখনো দাবি করা হয়নি।’

অনাস্থা প্রস্তাবে হেরে ৯ এপ্রিল বিদায় নেন ইমরান খান। এর পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। তবে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে অনাস্থা ও প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির অধিবেশন বর্জন করেন ইমরানের দলের আইনপ্রণেতারা। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার ঘোষণা দেয় দেশটির সামরিক বাহিনী।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার দলের সংসদ সদস্যদের দলত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। এ সংসদেরা যাতে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ আদালতের পদক্ষেপ চেয়েছেন ইমরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com