বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

স্বামীকে তিনবেলাই নুডলস খেতে দেওয়ায় বিচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭৭ বার

সকাল, দুপুর, রাত- তিনবেলাই খেতে দিতেন নুডলস। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন ভারতের এক ব্যক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্যের মাইসুরুর জেলা ও দায়েরা আদালতের প্রধান বিচারপতি এম এল রঘুনাথ ২৭ মে জানান, এখন দম্পতিরা ছোটখাটো সমস্যার জন্য বিবাহবিচ্ছেদ করছেন। এ সময়ই তিনি নুডলসের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনার বিবরণ দেন।

বিচারক রঘুনাথ জানান, কর্ণাটক রাজ্যের বল্লারির জেলা আদালতের যখন বিচারক ছিলেন, তার কাছে তখন এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে।

তিনি বলেন, বিবাহবিচ্ছেদের জন্য স্বামী অভিযোগ করেন, ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার রান্না করতে জানতেন না তার স্ত্রী। তাকে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী। এ ছাড়া স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন। রঘুনাত জানান, শেষমেশ পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com