বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ইউক্রেনের সিভিরোডনেটস্কের রাস্তায় রাস্তায় প্রচণ্ড লড়াই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৬ বার

ইউক্রেনের পূর্বাঞ্চলের সিভিরোডনেটস্ক শহরে প্রবল লড়াই চলছে। সেখানে ইউক্রেনের বাহিনীগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সেখানকার পরিস্থিতিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ‘অবর্ণনীয়রূপে কঠিন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি সিভিরোডনেটস্ক দখল করাকে ‘দখলদারদের এক প্রাথমিক উদ্দেশ্য’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ঠেকাতে যথাসম্ভব সবকিছুই ইউক্রেন করছে।

টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে সিভিরোডনেটস্কের মেয়র, ওলেকসান্দার স্ট্রিউক দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, রুশ সৈন্যরা শহরে প্রবেশ করেছে, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে এবং ‘শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।

মেয়র বলেন, ‘হামলার শিকার মানুষের সংখ্যা প্রতি ঘণ্টায়ই বেড়ে চলেছে, তবে রাস্তায় লড়াই চলতে থাকায় আমরা নিহত ও আহতদের গণনা করতে পারিনি।’

স্ট্রিউক বলেন, ১২ থেকে ১৩ হাজার বেসামরিক মানুষ এখনো শহরে থেকে গেছেন, যেখানে কিনা এক সময়ে ১ লাখ মানুষের বসবাস ছিল। অবশিষ্ট মানুষজন রাশিয়ার হামলা থেকে বাঁচতে বেজমেন্ট ও বাঙ্কারে আশ্রয় নিয়ে আছেন।

স্ট্রিউক অনুমান করছেন যে যুদ্ধ আরম্ভের পর থেকে রাশিয়ার আক্রমণ এবং ওষুধ ও চিকিৎসার অভাবে ১ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

লুহানস্কের গভর্নর সার্হে হাইদাই বলেন, রুশ সৈন্যরা ‘বারবার একই কৌশল ব্যবহার করে। তারা কয়েক ঘণ্টা ধরে গোলাবর্ষণ করে, একটানা তিন, চার, পাঁচ ঘণ্টা ধরে, আর তারপর আক্রমণ চালায়। যারা আক্রমণ করে তারা মারা যায়। তারপর গোলাবর্ষণ ও আক্রমণ আবারো চালানো হয়, এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না তারা কোথাও দিয়ে প্রবেশ করতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com