বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

রুশ বোমা হামলায় ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৭৬ বার

পূর্ব ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ফ্রেডেরিক লেক্লারক ইমহফ নামে ফরাসি এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সময় তাদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা আঘাত হানলে তার প্রাণহানি হয়।

মঙ্গলবার ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৩২ বছর বয়সী ফ্রেডেরিক লেক্লারক ইমহফ ‘বিএফএম’ নামে একটি সংবাদমাধ্যমে কাজ করতেন। ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি দ্বিতীয়বারের মতো সংবাদ সংগ্রহের জন্য ইউক্রেনে এসেছিলেন।

ওই সাংবাদিকের মৃত্যু নিয়ে সোমবার এক টুইট করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। টুইটে তিনি লেখেন, ‘ফ্রেডেরিক লেক্লারক ইমহফ যুদ্ধের বাস্তবতা তুলে ধরার জন্য ইউক্রেনে ছিলেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কল্লোনা সোমবার কিয়েভ সফর করেন। এক টুইটে তিনি লেখেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় ফ্রেডেরিক লেক্লারক ইমহফ রাশিয়ার বোমা হামলায় প্রাণ হারান।’

তিনি আরো লেখেন, ‘আমি লুহানস্ক সরকারের সাথে কথা বলছি। একই সাথে আমি প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কাছে তদন্তের জন্য বলেছি। তারা এ বিষয়ে আমাকে আশ্বাস দিয়েছেন।’

বিএফএম নামে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, বোমা হামলায় ম্যাক্সিম ব্র্যান্ডস্টেটার নামে ফ্রেডেরিকের এক সহকর্মী আহত হয়েছেন। তবে তাদের স্থানীয় সমন্বয়কারী ওকসানা লিউটা আহত হননি বলে জানানো হয়।

লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই এক টেলিগ্রামে বলেন, ওই অঞ্চল থেকে ১০ বেসামরিক লোককে সরিয়ে নেয়ার সময় আমাদের সাঁজোয়া যান রুশ বোমা হামলার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com