শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত-আক্রান্ত কমেছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭০ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। আর মারা গেছেন ৬৯০ জন।

এর আগে রোববার আক্রান্ত হয়েছিল আট লাখ ৪২ হাজার ৯৬৯ জন। মারা গিয়েছিল এক হাজার ১৯৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৮৪৮ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৫২৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১২ লাখ ৭৫ হাজার ১৪৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৮ হাজার ৮৪৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ এক হাজার ১১৮ জন। ছয় লাখ ৭৫ হাজার ৪০৮ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com