বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

টাকার লোভে ললিতের কাছে যাইনি : সুস্মিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২০ বার

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদি প্রেম করছেন। তাদের সম্পর্ক নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন পাড়া। হাসির ফোয়ারা তো আছেই। চেহারা থেকে বয়স—সব কিছুর ফারাক নিয়ে এত ঠাট্টা চলছে যে গতকাল রোববার সকালে কড়া প্রতিক্রিয়া জানান ললিত। এরপর সক্রিয় হলেন সুস্মিতাও।

অভিনেত্রী জানান, আশপাশের মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তিনি বলেন, ‘আমি টাকার লোভে ললিতের কাছে যাইনি। আমার হিরে ভালো লাগে। আর সেটা কেনার ক্ষমতা আমার আছে।’

সুস্মিতা আর ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা করেন গত ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রুপের তীর। অনেকের প্রশ্ন, সুস্মিতার মতো রূপসী ও স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন একজন দুর্নীতিগ্রস্ত মানুষের প্রতি? সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতোমধ্যে বহু মানুষ তাকে অর্থলোভী বলেছেন।

অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা বলেন, ‘আরে, তোমাদের সুস্মিতা ভালো আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। আমায় এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।’

অন্তরঙ্গ মুহূর্তে ললিত ও সুস্মিতা

 

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে একের পর এক ছবি আপলোড করেছেন ললিত। সেসব ছবিতে সুস্মিতা কখনো তার কাঁধে মাথা রেখেছেন, কখনো আবার বুকে।

শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট করেন ললিত। ঘোষণা দেন ‘নতুন জীবন’ শুরুর কথা। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

অপরদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুস্মিতা তার দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আনন্দে আছি। কোনো বিয়ে নয়, কোনো আংটি নয়, নিঃস্বার্থ ভালোবাসায় আমি পরিবেষ্টিত।’

উল্লেখ্য, সুস্মিতা ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ এই অভিনেত্রীকে ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com