বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান গন্তব্য ইউরোপে রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি ২৩ শতাংশ বেড়েছে। ইইউ ছাড়াও বিশ্বের অনেক দেশেই বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।
ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্ট মাসে ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এ দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইইউ থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যেও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, যা ৩৫ দশমিক ৬৪ শতাংশ। কানাডায় পোশাক রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, বাংলাদেশের পোশাক জাপানে রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৮১ শতাংশ, ভারতে রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।
ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও কমেছে চীন ও রাশিয়ায়। চীনে রপ্তানি কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ, আর রাশিয়ায় কমেছে ৫৮ দশমিক ২৯ শতাংশ।