বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ‘মানিক-জসিম’ প্যানেলের যথাক্রমে নাজমুল হাসান মানিক (পুন: নির্বাচিত) ও ইউসুফ জসিম। বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান মানিক সংগঠনের বর্তমান সভাপতি এবং অ্যাসাল-এর ব্রæকলীন চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট। বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী ইউসুফ জসিম সংগঠনের বর্তমান সহ সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিশ নিউইয়র্কের সাধারণ সম্পাদক। আসন্ন নির্বাচনে ১৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৪ পদে কোন প্রার্থী নেই।
উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন- মোহাম্মদ সোহেল হেলাল (প্রধান নির্বাচন কমিশনার), মোহাম্মদ আবুল কাশেম, একেএম রশীদ আহমেদ, শাহজাহান কবীর ও মোহাম্মদ জয়নাল। আরো উল্লেখ্য, বিগত ২০১৭ সালে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২০ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারী সহ বিভিন্ন কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এরমধ্যে সংগঠনের সভাপতি আব্দুর রব মিয়া সভাপতি পদ ত্যাগ করে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অংশ নেন নেন এবং তৎকালীন সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান মানিক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র আসন্ন নির্বাচনের তফসিল মোতাবেক গত ২৮ সেপ্টেম্বর সংগঠনের কার্যকরী পরিষদের (২০২২-২০২৪) ১৭টি পদে ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন ২৯ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই হয়। ১ অক্টোর ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন ‘মানিক-জসিম’ প্যানেলের কার্যকরী সদস্য পদের একজন প্রার্থী রুবেল আলী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গত ২ অক্টোবর রোববার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ফলে সংগঠনের কার্যকরী পরিষদের ১৪ পদের প্রার্থীর বেসরকারীভাবে নির্বাচিত হন এবং বাকী তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদ তিনটি হচ্ছে- কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ এবং সাংগঠনিক সম্পাদক। এর আগে ২২-২৩ অক্টোবর মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় হয় ৫১টি, সংগঠনের আয় হয় ৫,১০০ ডলার।
এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন ‘মানিক-জসিম’ প্যানেলের বাইরেও ৪টি পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ হাসানুজ্জামান, সহ কোষাধ্যক্ষ পদে আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন চৌধুরী এবং কার্যকরী সদস্য পদে সোহেল আলম ভূইয়া।
অপরদিকে ‘মানিক-জসিম’ প্যানেলের প্রার্থীরা হলেন: সহ সভাপতি- মোহাম্মদ টি মিয়া (তাজু মিয়া) ও আবুল বাশার, যুগ্ম সম্পাদক- সালেহ আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ মহি উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ- জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ নূরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক- আইনুল ইসলাম সোহেল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ ইব্রাহীম, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক- গোলাম কিবরিয়া মিরন এবং কার্যকরী সদস্য জাহিদ মিন্টু, মোহাম্মদ আব্দুল মালেক খান, মাহমুদুল হক, মোহাম্মদ মনির হোসেন ও রুবেল আলী।
ব্রæকলীনস্থ নোয়াখালী সোসাইটি ভবনে মনোনয়নপত্র দাখিলের দিন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি হাজী মফিজুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেল (হেলাল) জানান, বর্তমানে সোসাইটির মোট ১৬৮২ জন ভোটার রয়েছেন। এরধ্যে ১৩২৫ জন আজীবন ভোটার আর ৩৫৭জন সাধারণ ভোটার।