বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

রাজ-পরীমণির সম্পর্কে টানাপড়েন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৩ বার

স্বামী অভিনেতা শরিফুল রাজের সাথে নায়িকা পরীমণির সম্পর্কে টানাপড়েন চলছে। এ নিয়ে গত দুই দিন থেকে সংস্কৃতি অঙ্গনে তোলপাড় চলছে। গত দুই দিন অভিনেত্রী মিম ও পরীমণি পরস্পরের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অভিযোগ তুলে ধরলেও গতকাল পরীমণির আরেকটি স্ট্যাটাসে স্বামী রাজের সাথে তার সম্পর্কের অবনতির বিষয়ে ধোঁয়াশা কেটেছে।

পরীমণি মিমকে নিয়ে স্বামী রাজের সাথে সম্পর্কের টানাপড়েনের কথা তুলে ধরে বলছেন, রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার পর মিম ও রাজকে নিয়ে নিজের ফেসবুকে নতুন স্ট্যাটাস দেন। সেখানে পরীমণি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে, কিন্তু তুমি কী করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’
তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সাথে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কী করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমণি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই- এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

তিনি আরো লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com