‘সকলের সাথে বন্ধুত্ব-কারো সাথে বৈরিতা নয়’ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং এটি চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর আমলে। অর্থাৎ সকলের সাথে সম্প্রীতির বন্ধন সুসংহত করার মাধ্যমে মানবতআর উন্নয়ন-কল্যাণের জয়গান গাওয়ার জন্যে চারশত বছর আগে আমেরিকায় শুরু হয়েছে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উদযাপন।
৫০ বছর আগে ‘থ্যাঙ্কসগিভিং ডে’র আদলের চেয়ে আরো বহুমাত্রিকতায় বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেন। আজ মার্কিন মুল্লুকে সেই সম্প্রীতির বন্ধনেরই জয়গান গাইছেন প্রবাসী বাংলাদেশীরাও। এমন অভিমত পোষণ করেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম।
বৃহস্প্রতিবার সন্ধ্যায় ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কন্সাল জেনারেল আরো বলেন, যতদিন পর্যন্ত পরস্পরের সাথে বন্ধুত্ব থাকবে, ততদিন শান্তিতে থাকা সম্ভব। এবং সকলের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হলেই আমরা সুখে শান্তিতে বসবাসে সক্ষম হবো। বাংলাদেশ তেমন নীতিতে অবিচল আস্থা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, উপদেষ্টা মেজর (অব:) মঞ্জুর আহমেদ বীর প্রতিক, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও সমাজ-সেবক নুরুল আজিম, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, এবিপিসির নির্বাচন কমিশনের অন্যতম সদস্য পপি চৌধুরী।
এবিপিসির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং যুগ্ম সম্পাদক শাহ ফারুকের সঞ্চালনায় দিবসটির আলোকে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের দুই কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, তৃনিয়া হাসান, সবিতা দাস ও রুনা রায় এবং হারুন-অর রশীদ।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সদস্য-কর্মকর্তারা অতিথিবৃন্দকে পাশে নিয়ে থ্যাঙ্কসগিভিং ডে’র টার্কি কাটেন। এ অনুষ্ঠানে সাংবাদিক-সম্পাদক ছাড়াও ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, কন্স্যুলেটের ভাইস কন্সাল আসিফ আহমেদ, কম্যুনিটি লিডার শাহনেওয়াজ, রানু নেওয়াজ প্রমুখ।
এবিপিসির সদস্য-কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন তপন চৌধুরী, আজিমউদ্দিন অভি, কানু দত্ত, আলিম খান আকাশ, অনিক রাজ, নুরুন্নাহার নিশা খান, আনিসুর রহমান।
এ উপলক্ষে বেশ কটি আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নিউইয়র্কে পৃথক পৃথক অনুষ্ঠানে টার্কি-ভোজের ব্যবস্থা করা হয়।