শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

বড়দিনের উৎসবের রঙে রঙ্গিন আটলান্টিক সিটি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ বার

‘ধর্ম যার যার, উৎসব সবার’ – এই আপ্তবাক্য অন্তরে ধারন করে সমগ্র বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বড়দিনের উৎসবের আনন্দ আয়োজনে শরীক হয়েছে।

ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজনে করে। প্রবাসী বাংলদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবার- পরিজন নিয়ে অংশগ্রহন করে।
বড়দিন উপলক্ষে অনেক প্রবাসী বড়দিনের পার্টিরও আয়োজন করে।বড়দিনের পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।এছাড়া প্রবাসীদের অনেকেই পরিবার পরিজন নিয়ে বড়দিনের বাহারি আলোকসজ্জা উপভোগ করে। অনেক প্রবাসী নিজেদের বাড়িঘরও বাহারি আলোকসজ্জায় সজ্জিত করে। এছাড়া নিজেদের কর্মস্থলে বড়দিন এর সাজসজ্জা সহ উপহার বিনিময় করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের গৃহকোণে বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল ক্রিসমাস বৃক্ষসজ্জা , বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি, হৈ হুল্লোড়, সান্তাক্লজ সহ বিভিন্ন বাহারি সাজে নিজেকে সাজানো আর হরেক পদের খাবারের আয়োজন।এই ব্যাপারে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যণীয় ।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বড়দিনের আনন্দ আলো। প্রবাসীরা বড়দিনের আনন্দ রেণু গায়ে মেখে প্রত্যাশা করে বড়দিন বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি।

২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সদস্যদের সম্মতিসূচক ও স্বাক্ষরকৃত কমিটি ঘোষণা করেন ক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর। ৭ সদস্যের কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, কার্যকরী সদস্য দর্পণ কবীর, তোফাজ্জল লিটন, আবু বকর সিদ্দিক ও মল্লিকা খান মুনা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সাঈদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুরুল হকের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বৎসরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেছেন মনজুরুল হক। আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দর্পন কবীর (দেশকন্ঠ ডটকম), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক প্রবাস), সৈয়দ ওয়ালি-উল-আলম (সাপ্তাহিক প্রবাস), সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি (বাংলা খবর ডটকম), মনজুরুল হক (প্রথম আলো), মো: মশিউর রহমান মজুমদার (খবর ডটকম), মাহমুদুল হাসান পাহলভী (সিবিএন টিভি ইউএসএ), তাপস কুমার সাহা (দেশকন্ঠ ডটকম), মো: আবুবকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল), এস.এম. সরোয়ার হোসেন (সাপ্তাহিক প্রবাস), সীমা সুস্মিতা (দেশকন্ঠ ডটকম), তোফাজ্জল লিটন (সমকাল), মো: শামীম আহমেদ (প্রবাস নিউজ ডটকম), পাপিয়া বেগম (সাপ্তাহিক প্রবাস), স্যামুয়েল এস. পিনারু (সাপ্তাহিক প্রবাস), হাসান মাহমুদ (আইবি টিভি ইউএসএ), মেহের উল্লাহ সানি (এসএটিভি), মো: মামুন হাওলাদার (এশিয়ান টিভি),আবু হেনা সিজান (প্রথম আলো), তাসনিসা জান্নাত (সিবিএন টিভি ইউএসএ), রোকেয়া দীপা (প্রথম আলো) প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com