সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১১০ বার

বাংলাদেশের ক্রীড়াঙ্গণ এখন মেতে উঠেছে বিপিএলের ডামাডোলে। সাতটি দল মাঠে নামবে এক শিরোপার লক্ষ্যে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, মাঠে গড়াবে নবম আসরের খেলা।

সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে আজ দুপুর আড়াইটায় পর্দা উঠবে এবারের আসরের।

দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের পর্দা উঠার আগে চলুন জেনে নয়িা যাক আসরের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের সম্পর্কে। যেখানে সেরা ১০ ব্যাটসম্যান ও ১০ বোলারদের মাঝে বিদেশী আছেন মাত্র একজন করে।

বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ১০ রান সংগ্রহকারীদের তালিকা-

১. তামিম ইকবাল : ম্যাচ ৭৯, রান দু‘হাজার ৬২৮।
২. মুশফিকুর রহিম : ম্যাচ ৯৬, রান দু‘হাজার ৫২৫ ।
৩. মাহমুদউল্লাহ রিয়াদ : ম্যাচ ৯১, রান দু‘হাজার ৭৫।
৪. ইমরুল কায়েস : ম্যাচ ৯২, রান এক হাজার ৯৭০।
৫. এনামুল হক বিজয় : ম্যাচ ৯৪, রান এক হাজার ৮০৮।
৬. সাকিব আল হাসান : ম্যাচ ৮৭, রান এক হাজার ৭৭৬।
৭. ক্রিস গেইল : ম্যাচ ৫২, রান এক হাজার ৭২৩।
৮. সাব্বির রহমান : ম্যাচ ৯১, রান এক হাজার ৭১০।
৯. মোহাম্মদ মিথুন : ম্যাচ ৮৯, রান এক হাজার ৬৪৮।
১০. মুমিনুল হক : ম্যাচ ৮২, রান এক হাজার ৩৬৪।

বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ১০ উইকেট শিকারীর তালিকা-

১. সাকিব আল হাসান : ১২২ উইকেট।
২. রুবেল হোসেন : ৯৬ উইকেট।
৩. মাশরাফী বিন মোর্ত্তজা : ৮৫ উইকেট।
৪. তাসকিন আহমেদ : ৭৯ উইকেট।
৫. শফিউল ইসলাম : ৭৯ উইকেট।
৬. মুস্তাফিজুর রহমান : ৬৯ উইকেট।
৭. আরাফাত সানি : ৬৯ উইকেট।
৮. ফরহাদ রেজা : ৬৯ উইকেট।
৯. থিসারা পেরেরা : ৭৫ উইকেট।
১০. কেভিন কুওয়ার : ৬৩ উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com