দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরে দারুণ পারফর্ম করেছেন পাকিস্তানি ব্যাটার সরফরাজ আহমেদ। এ কারণে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী করাচির আমির হাফিজ নাঈমুর রহমান।
রোববার ডেইলি জং জানায়, হাফিজ নাঈমুর রহমান সরফরাজের বাড়িতে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বলেন, ‘সরফরাজ করাচির গর্ব।’
এর আগেও দুইবার সরফরাজের বাড়িতে এসে তার সাথে সাক্ষাৎ করেছেন আমিরে জামায়াত করাচি; প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর, দ্বিতীয়বার যখন পাকিস্তান হারে, তখন সরফরাজের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি।
হাফিজ নাঈমুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনি টেস্টে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ আপনাকে অনেক খুশি ও আনন্দ দান করেন এবং আপনাকে আরো বেশি অবদান রাখার সুযোগ করে দিন।’
সরফরাজের উদ্দেশে আমিরে জামায়াত করাচি বলেন, ‘আপনি আমাদের দেশ এবং শহরের নাম উজ্জ্বল করেছেন। এজন্য আপনি আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন।’
হাফিজ নাঈমুর রহমান সরফরাজের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ আপনার পারফরম্যান্স আরো ভালো করুন এবং আপনাকে অনেক সম্মানে ভূষিত করুন।’
তিনি আরো বলেন, ‘যে কেউ পাকিস্তানের হয়ে ভালো খেলুক, ওটাই আমাদের জন্য আনন্দের বিষয়। আপনি আমাদের শহরের বড় গর্ব।’
সরফরাজের সাথে সাক্ষাতের পর টুইটারে ওই ছবি শেয়ার করে ক্যাপশনে নাঈমুর রহমান লিখেছেন, ‘সরফরাজ পাকিস্তান ও করাচির গর্ব…।’
এই টুইটের পর সরফরাজ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইটারে সরফরাজ লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। শুকরিয়া হাফিজ সাহেব।’
সূত্র : ডেইলি জং