বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

মীর সাব্বির কি পারবেন সৎ থাকতে?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১ বার

মোবারক হোসেনের বয়স ৩৮ বছর। দীর্ঘ তিন বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে একটি বেসরকারি হজ এজেন্সি রিলেশনশিপ পদে চাকরিরত ছিলেন। সম্প্রতি মোবারক হোসেন তার চাকরিজনিত একটি সমস্যায় জড়িয়ে পড়েছে। অফিসের হিসাবে ৩ লক্ষ টাকার গরমিল করার কারণে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি গোপন করে, পুরো বছরের হিসাবের কাজ বাসায় শুরু করে দেন মোবারক হোসেন। রাতে খাবার টেবিলে তিনি জানতে পারেন, তার স্ত্রীর স্টোর থেকে আনা বাজারের মধ্যে দোকানী ভুলবশত তিন হালি ডিমের পরিবর্তে চার হালি ডিম দিয়ে দিয়েছে। মানে এক হালি ডিম অতিরিক্ত দিয়েছে। স্বাভাবিকভাবেই মোবারক অতিরিক্ত ডিমের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কয়েকদিন পরে মোবারক জানতে পারে চার হালি ডিমের মধ্যে এক হালি ডিম নষ্ট। ফেরত দেওয়ার ভাবনায় দোটানায় পড়ে যায় মোবারক হোসেন। নষ্ট এক হালি ডিমের টাকা সে কি ফেরত দিবে! সাময়িকভাবে বরখাস্ত হওয়ার কারণে মোবারকের কয়েকজন ক্লায়েন্টের কাগজপত্র নিয়ে হয় শুরু হয় জটিলতা। তাদের হজ সংক্রান্ত কাগজপত্র বুঝিয়ে দিতে মোবারককে চাপ দেয়।

মোবারক মানসিক অবস্থা খারাপ হতে থাকে। ভাটা পড়তে থাকে নিজের সৎ এবং সততার পুঁজি করা আত্মবিশ্বাস। একদিন ডিপার্টমেন্টাল স্টোরে মোবারক উপলব্ধি করে সৎ এবং সততার পথভ্রষ্ট করে দাঁড়িয়েছে অর্থ। তিনি কি পারবে সৎ থাকতে?

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ডিম’। মাহমুদুল হাসান টিপুর গল্পে এটি রচনা করেছেন শান্ত আসাদুজ্জামান ও সুব্রত সঞ্জীব। আর নির্মাণ করেছেন সুব্রত সঞ্জীব। টেলিছবিতে মোবারক হোসেনের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। আরও আছেন সাদ্দাম মাল, অগ্রগামী সাম্য, দেবাশীষ চক্রবর্তী, ইমন, দিপু, মিশুসহ অনেকে।

নির্মাতা সুব্রত সঞ্জীব জানান, ‘ডিম’ প্রচার হবে আসন্ন ঈদে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com