একটা সময় পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল হোম অ্যাডভান্টেজ মানে ঘরের মাঠের সুবিধার কথা ভাবেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে টাইগাররাও এই চর্চা শুরু করে। বিশেষ করে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে এই সুবিধা পুরোপুরি নিতে শিখেছে।
হাথুরুর আমলেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে রাসেল ডমিঙ্গো কোচ হয়ে আসার পর সেই ধারা থেকে বেরিয়ে ভালো উইকেটে খেলার ওপর জোর দেন।
ঘরের মাঠে হাথুরুসিংহের অধীনে কেমন ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে এই শ্রীলংকান কোচ বলেন, ‘ঘরের মাঠের সুবিধা বলে কী বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে?’
তিনি আরও বলেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে আপনি কীভাবে লড়াই করবেন। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’
‘দক্ষিণ আফ্রিকায় ওরা ভালো করেছে। নিউজিল্যান্ডে ওরা ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ফাস্ট বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। ইবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার, শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তা–ই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’-যোগ করেন হাথুরু।