বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা জন্য অনুরোধ করা হচ্ছে! তবে কি তারকা এ ক্রিকেটার গুরুতর কোনো অপরাধ করেছেন? আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের চতুর্থ দিনে গুজরাট পুলিশের কাছে এমন আর্জি জানায় দিল্লি পুলিশ।
এখন প্রশ্ন উঠতেই পারে কোহলিকে কেন গ্রেপ্তার করবে গুজরাট পুলিশ? সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি পুলিশের অনুরোধ নানা প্রশ্ন, আশঙ্কার জন্ম দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মনে। তবে স্রেফ মজা করেই এমনটি করেছে দিল্লি পুলিশ।
এক টুইট বার্তায় দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়, ‘প্রিয় গুজরাট পুলিশ, বিদেশি অতিথিদের এ ভাবে কষ্ট দেওয়ার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’
মূলত দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে রানে ফেরা কোহলির প্রশংসা করেই এমনটি করা হয়েছে। আহমেদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ককে। শনিবার প্রায় সাড়ে ৩ বছর পর টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলি। যদিও ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি তিনি।
কিন্তু সারা দিন অস্ট্রেলিয়ান বোলারদের বেশ ভুগিয়েছেন কোহলি। খেলেছেন নিখুঁত ইনিংস। তাকে আউট করার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেননি স্টিভেন স্মিথরা। যদিও দিনের শেষ দিকে ধৈর্য হারিয়ে আউট হয়েছেন তিনি।
এদিকে ভারতীয় সংস্কৃতিতে অতিথিদের ঈশ্বর জ্ঞানে সেবা করার কথা বলা হয়। সেই হিসাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ভারতের অতিথি। তবে কোহলি ব্যাট হাতে তাদের একটুও সম্মান জানাননি! তার এই অপরাধ না নেওয়ার জন্য মজা করে গুজরাট পুলিশকে অনুরোধ করে দিল্লি পুলিশ।