ফোবানার সাবেক চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি চক্র বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালনে ফোবানাকে বাধা দিলে তাদের আজীবন বহিষ্কার করা হয়। তারা পরিচয় গোপন করে ফোবানাতে ঢুকেছিল। তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের আদালতে সাজা খেটেছে। এখানে ফ্রিডম পার্টির সদস্যও ছিল। তারাই বাংলাদেশ ও র্যাব সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়েছে। তাদের কারণেই যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব কবির কিরণ। তিনি বলেন, কানাডার সম্মেলটি হবে ফোবানার মূল ৩৭তম ফোবানা সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী থাকবে। এতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দেশপ্রেম, ও আত্মত্যাগের ইতিহাস। নুতন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য থাকবে মুক্তিযুদ্ধের উপর বিশেষ বিশেষ অনুষ্ঠান। এছাড়াও স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে থাকবে বিশেষ আলোচনা। সম্মেলনে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।’