মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তবে এবার যেন সুর পাল্টালেন তিনি। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা করছে না মস্কো। আলোচনার মাধ্যমে মস্কো সংকটের সমাধান করতে চায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
এর আগে রাশিয়ার এ সাবেক প্রসিডেন্ট দাবি করেন, ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে ন্যাটো।