আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরের আগে নিজেদের প্রস্তুত করে নিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ দিনের ক্যাম্প করবেন টাইগাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর সম্ভাবনা রয়েছে।
গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চেমসফোর্ডে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে।