ঐতিহাসিক এই প্রটোকলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো শৌকত আকবর ও রাশান ফেডারেশনের পক্ষে এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এ ভি ডায়েরি। এ প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক বিদ্যুত উৎপাদনের অগ্রযাত্রায় আরও এক নতুন মাইলফলক স্পর্শ করল।
তিনি বলেন, ‘উভয় দেশের মধ্যে এই প্রটোকল ও রেডিনেস সনদ স্বাক্ষরের ফলে আন্তর্জাতিক বিধিবিধান ও আইএইএ গাইড লাইন এবং রেগুলেটরি রিকয়ারমেন্ট অনুযায়ী ফুয়েল (জ্বলানি) উৎপাদনের আর কোনো প্রতিবন্ধকতা রইল না।’
প্রটোকল স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, প্রকল্পের উপপরিচালক ড. জাহেদুল হাছান, অলক চক্রবর্তী, প্রকল্পের প্রধান (অর্থ ও প্রশাসন) নিউক্লিয়ার কাউন্সিলর শুভাশিস সর্দার।