পিএসজি ছাড়তে যেন সবাই উঠেপড়ে লেগেছে। অনেক দিন ধরেই লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। চলে যেতে পারেন নেইমারও। তবে এ দুজনের আগে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সের্হিও রামোস। খবর গোল ডট কমের।
তারকা ডিফেন্ডার রামোস গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। ফরাসি ক্লাবটিও রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে।
বিদায়ের খবর নিশ্চিত করে টুইটারে রামোস লিখেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’
এর আগে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। তবে প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ, জিতেছেন দুটি লিগ শিরোপাও। যাত্রা খুব দীর্ঘ না হলেও পিএসজিকে নিজের ঘর বলেই সম্বোধন করেছেন রামোস।