রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরি।
শনিবার বেলা ১১টায় নদীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন নগরীর মতিহার থানার মেহেরচণ্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজা মইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে নদীতে দুই কলেজছাত্র নিখোঁজের খবর পাই। দ্রুত সেখানে গিয়ে তল্লাশি শুরু করি। দুপুর ৪টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাঁতার না জানার কারণে তারা নদীতে ডুবে যেতে পারে বলে ধারণা করছেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শিক্ষার্থীরা পদ্মার চরে খেলাধুলা করতে এসেছিলেন। কিছুক্ষণ খেলার পর তারা গোসল করতে নামেন। গোসল করা অবস্থায় এক পর্যায়ে দু’জন ডুবে যান।
রাজপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই অভিযানে স্থানীয়দেরও যোগ দিতে বলা হয়েছে।