রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

গলা কাটা ব্যবসায়ীর মরদেহ চেয়ারে, খাল থেকে চাপাতি-ক্ষুর উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫৬ বার

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে একটি খাল থেকে একটি চাপাতি ও ক্ষুর উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তার আবদুর রব আবুল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলিলপুর গ্রামের সওদাগর বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের একটি পুকুর পাড় থেকে চেয়ারে বসা অবস্থায় দুলাল চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও মুখে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে এ ঘটনায় সন্দেহজনক আবদুর রব আবুলকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুলাল চন্দ্র দাসকে হত্যার বিষয়টি আবুল স্বীকার করেন বলে দাবি করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে পলাতক এক আসামির বাড়ির পাশের খাল থেকে একটি চাপাতি ও ক্ষুর উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস তাদের কয়েকটি অপরাধমূলক কাজ সংগঠনের সময় দেখে ফেলে। সবশেষ স্থানীয় কয়েকটি বিষয় নিয়ে দুলালের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এসব ঘটনায় তারা দুলালকে হত্যার হুমকি দেয় এবং সেই থেকেই দুলালকে হত্যার পরিকল্পনা করে।

গত শুক্রবার দিবাগত রাতে দুলাল পুকুর পাড়ে চেয়ারে বসে মাছ পাহারা দেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর আবুল ও অপর আসামি পরিকল্পনার অংশ হিসেবে অতর্কিতভাবে দুলালের ওপর হামলা চালান। তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। মৃত্যু নিশ্চিত করতে ক্ষুর দিয়ে দুলালের গলা কেটে পালিয়ে যান আবুল। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে একটি মামলা করেছেন।

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com