জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’ রূপে পর্দায় হাজির হচ্ছেন দেব- এমন খবর সামনে আসার পরই শুরু হয় সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লেখেন, ‘ব্যোমকেশ’ চরিত্রে মানাবে না দেবকে। এ সমালোচনা শুধু সাধারণ মানুষে আটকে থাকেনি, খোদ টলিউডের অনেকেই এমন সুরে কথা বলেছেন। ‘ব্যোমকেশ’ ইস্যুতে অবশেষে সমালোচনাকারীদের জবাব দিলেন টলিউড সুপারস্টার।
দেব অভিনীতি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজার মুক্তির পর গতকাল শুক্রবার ফেসবুক লাইভে এসে ‘ব্যোমকেশ’ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দেব।
টলিউড সুপারস্টার বললেন, ‘যখন প্রথম ঘোষণা করা হয় যে আমি ব্যোমকেশ করছি, তখন অনেকেই বলেছিল আমাকে মানাবে না। এতে আমার আপত্তি নেই। আমি নিজেও নিজেকে প্রশ্ন করি, আমি পারব কি না? যারা আমার দিকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাদের কাছে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থেকেই যায়। তাই যারা আমাকে নিয়ে প্রশ্ন তোলেন, তাদের আমার ভালো লাগে।’
দেব বলেন, ‘বক্স অফিসের জন্য হয়তো অনেকরকম চরিত্রে অভিনয় করতে হয়, তবে আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জিং চরিত্র করতেই ভালোবাসি। ব্যোমকেশের মতো একটা চরিত্র করতে গিয়ে পান থেকে চুল খসলেই যে চূড়ান্ত সমালোচনা অপেক্ষা করছে, সেটা আমি জানতাম। আমি আদতে সেইসব মানুষগুলোকে খুব ভালবাসি যারা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।’
ব্যোমকেশ নিয়ে যেখানে এতবার কাজ হয়েছে, সেখানে দেব আলাদা করে এই চরিত্রের জন্য রাজি হলেন কেন?- এমন প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে। এ প্রশ্নেরও জবাব দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘প্রত্যেকটি ব্যোমকেশ সিনেমাই বাঙালির কাছে গ্রহণযোগ্য। সবকটিই ভালো সাড়া পেয়েছে বক্স অফিসে। কিন্তু আমরা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। সেটা কতটা পেরেছি, ১১ আগস্ট দর্শকরা দেখেই বলতে পারবেন।’
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ গল্প অবলম্বনে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবি নির্মাণ করছেন বিরসা দাশগুপ্ত। ছবিতে সত্যবতী চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, অজিত চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য।