হজ সেরে ফেরার পর থেকেই অনুশীলনে বেশ ব্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিদিনই নিজের ঘাম ঝরাচ্ছেন, কঠোর পরিশ্রম করছেন। দলের সাথে বিশ্বকাপে যেতে নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না তিনি। মাঠের মতো মাঠের বাইরের প্রস্তুতিও সম্পন্ন করেছেন। এমনকি ভারতীয় ভিসাটাও ঠিকঠাক করিয়ে নিয়েছেন আজ।
আজ সোমবার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে দেখা গেছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। মিরপুরে অনুশীলন শেষে সরাসরি চলে আসেন ভিসা সেন্টারে। আর তাকে এখানে দেখার পর থেকেই গুঞ্জন বাড়ছে, তবে কি মাহমুদউল্লাহ রিয়াদ ফিরছেন দলে? ধরবেন বিশ্বকাপের বিমান!
অবশ্য বিষয়টা অন্যরকমও হতে পারে। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে পুরো দল এবং বিকল্প হিসেবে যারা ছিলেন; তারাও বিশ্বকাপের জন্য ভারতের ভিসার আবেদন সেরে রেখেছিলেন। কারণটা স্পষ্ট, মূল স্কোয়াড বাদে দলে কারো প্রয়োজন হলে, যেন ভিসা বিভ্রাটে না পড়তে হয় তাই সবাইকেই প্রস্তুত করে রাখা।
যাহোক, সেদিন সবাই ভিসা প্রসেসিংয়ের কাজ সারলেও ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। যা নিয়েও কম আলোচনা হয়নি। পরে অবশ্য জানা গেছে, পারিবারিক কারণেই উপস্থিত ছিলেন না তিনি। অসুস্থ মায়ের পাশে থাকতে নিজ শহর ময়মনসিংহে গিয়েছিলেন তিনি।