এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। অলৌকিক কিছু না ঘটলে এবারের আসরে আর ফাইনাল খেলা হচ্ছে না তাদের। স্বাভাবিকভাবেই তাই মন খারাপ ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদেরও। এমতাবস্থায় টাইগারদের সান্ত্বনার বাণী শোনালেন পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) সভাপতি জাকা আশরাফ।
কলম্বোয় চলছে ভারত-পাকিস্তানেট হাই ভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচ দেখতেই শ্রীলঙ্কায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি। রোববার উত্তেজনাপূর্ণ এই ম্যাচ শুরুর আগে তার দেখা মেলে টিম হোটেল সিনামন গ্র্যান্ডে। এই বাংলাদেশী সাংবাদিকদরা ঘিরে ধরলে অল্প সময় তাদের সাথে কথা বলেন জাকা আশরাফ।
এই সময় এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও কথা বলে তিনি। পিসিবি সভাপতি বলেন, ‘জানতে পেরেছি তাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তবে তাদের শুভকামনা জানাচ্ছি।’
কথা বলেন, দুই দলের ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও।
বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো উল্লেখ করে আশরাফ বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো। সেই সম্পর্ক যেন আরো ভালো হয়, তা-ই চেষ্টা করে যাচ্ছি।’
এক পর্যায়ে বাংলাদেশী সাংবাদিকদরা তাকে বাংলায় কথা বলতে অনুরোধ করলে জাকা আশরাফ বলেন, ‘বাংলাদেশ ভালো আছে।’