বাংলাদেশকে আরও ৩০ হাজার করোনাভাইরাস টেস্টিং কিট এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছেন এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
এইচএসআইএ’র উপপরিচালক এসএন ওয়াহিদুর রহমান জানিয়েছেন, দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করা একটি বিশেষ বিমানে করে এই অনুদান এসে পৌঁছেছে।
এর আগে গত ২৬ মার্চ বাংলাদেশকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ১০ হাজার টেস্টিং কিট ও ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার অনুদান পাঠিয়েছিল চীন।
এর একদিন পর গত শুক্রবার বাংলাদেশকে ৩০ হাজার করোনা ভাইরাস টেস্টিং কিট অনুদান দিয়েছিলেন জ্যাক মা।
জ্যাক মা গত ২১ মার্চ ঘোষণা করেছিলেন, তার সংস্থাটি আলিবাবা ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশসহ ১০টি এশীয় দেশকে জরুরি চিকিৎসা সরাঞ্জাম অনুদান দেবে।
সংস্থাটি বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় এক দশমিক ৮ মিলিয়ন মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্টিং কিট, ৩৬ হাজার পিপিআই, ভেন্টিলেটর ও থার্মোমিটার অনুদান দেবে।