সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করে দেখাতে চায় অতীতে কোনো জাতীয় নির্বাচন এত সুষ্ঠু হয়নি– এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। আমরা দেখাতে চাই গণতান্ত্রিক সরকার কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে।’
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে পটুয়াখালী জেলার প্রার্থীদের নিয়ে নির্বাচনসংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, ‘নির্বাচনের ব্যাপারে বিদেশি বন্ধুরাষ্ট্রের কোনো চাপ নেই, তবে আগ্রহ রয়েছে। চাপ আছে শুধু বিবেক ও ঈমানের। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন অঙ্গীকরাবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ইসি আহসান বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে আমাদের চোখ ও কান। সাংবাদিকদের সংগ্রহ করা তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। গণমাধ্যমকর্মী আমাদের বন্ধু, শত্রু নয়।’