বাংলাদেশ ল, সোসাইটি ইউ. এস এ ইনক এর নির্বাচন (২০২৪-২০২৫ ) ইংসুস্ট ভাবে সম্পন্ন হয়েছে। বিগত ২৩ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১১ থেকে বিকাল ৬টা পর্যন্ত জ্যাকসন হাইটসের মামা‘জ পার্টি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটাররা মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সমিতির সদস্যরা ভোট প্রদান করেন ।নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে উক্ত নির্বাচনে ১৭৫ জন ভোটার ছিলেন তন্মধ্যে ১২৩ টি ভোট কাস্ট
হয়েছে উক্ত নিবাচনে সভাপতি পদে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধাএডভোকেট এম.মতিউর রহমান উনার প্রাপ্ত ভোট ৭৯ এবং প্রতিদ্বন্ধি এডভোকেট আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৪৪ ভোট অপর দিকে সাধারন সম্পাদক পদে এডভোকেট আব্দুর রশিদ ৭৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট মোঃ সাইদুর রহমানের প্রাপ্ত ভোট ৪৭টি এছাড়াও ১৭টি পদের মধ্যে ১৫টিতে কেবল একক প্রার্থী থাকায় কারনে ১৫ জনের সবাইকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষনা করেন। বর্তমান কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. মতিউর রহমান। সহ-সভাপতি (১) সাইয়েদ মঈন উদ্দিন জুনেল । সহ-সভাপতি (২) এডভোকেট রুবিনা মান্নান। সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ যুগ্ম সম্পাদক (১) এডভোকেট সোনিয়া সুলতানা। যুগ্ম সম্পাদক (২) এডভোকেট সাব্বীর আহমদ মাসার । কোষাধোক্ষ্য এডভোকেট মাহবুর আলম। সাংগঠনিক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু। অফিস সম্পাদক কুবরাতুন নেচা । প্রচার সম্পাদক এডভোকেট জয়জিত আচার্য । ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট রেদোয়ানা রাজ্জাক। সমাজকল্যান সম্পাদক এডভোকেট তাহমিনা এ সুইটি। ও কার্যকরী সদস্য পদে ১) এডভোকেট মোহাম্মদ আব্দুস শহীদ আজাদ ২) এডভোকেট মোঃ নুরুল ইসলাম ময়নুল ৩) এডভোকেট,মহি উদ্দিন ৪) এডভোকেট ফওজিয়া আফরিন ও (৫) এডভোকেট রেশমা ইয়াসমীন | বাংলাদেশ ল সোসাইটি ইউ,এস,এ ইনক এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ জানুয়ারী মাসের ২য় সপ্তাহে অনুষ্ঠিত হবে।