দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চাঁদ দেখা যায়।
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হলো।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকেরা। এ অবস্থায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল বুধবার। শাওয়াল মাসের প্রথম দিন বৃহস্পতিবার দেশে ঈদুল ফিতর উদযাপন হবে।’
প্রসঙ্গত, ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে। চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিন হয়ে থাকে। তাই আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়।