রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

পুলিশের সঙ্গে সংঘর্ষ ইমরানের ৪ হাজারের বেশি সমর্থক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সংঘর্ষে একজন পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এ সংঘর্ষে ৪ হাজারের বেশি সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যও রয়েছেন। খবর রয়টার্সের।

গতকাল সোমবার বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

এদিন ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

এর আগে ইমরান খান তার মুক্তির দাবিতে নেতাকর্মীদের দেশব্যাপী বিক্ষোভ করতে বলার পর গত রবিবার পাকিস্তানজুড়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে ইসালামাবাদের দিকে অগ্রসর হতে গিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বাধার মুখে পড়েন। বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনী লকডাউন ঘোষণা করে বিভিন্ন শহরের মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়। এ ছাড়া ইসলামাবাদসহ কয়েক স্থানের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ঘোষণাও করা হয়।

সেই সঙ্গে দাঙ্গা পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর টহল বাড়িয়ে ইসলামাবাদের প্রধান সড়কগুলো শিপিং কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যদের নেতৃত্বে বিক্ষোভকারীদের বাধা দিতে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে শহরের গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছিল।’

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সরকার ইসলামাবাদকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি দেশে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেয়। সেই সঙ্গে চার হাজারের বেশি পিটিআইয়ের সমর্থককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপরেও পাক সরকার ইসলামাবাদ অভিমুখী জনস্রোত ঠেকাতে পারছে না।

এ প্রসঙ্গে পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, পুলিশ ইতোমধ্যে ইমরান খানের চার হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন সংসদ সদস্যও রয়েছেন।

এদিকে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেছেন, ‘ইসলামাবাদের বাসিন্দা ও তাদের সম্পত্তি রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের রেড জোন এলাকায় পৌঁছালে পিটিআইয়ের আরও নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে।’

এদিকে গতকাল ইমরান খানের সমর্থকদের গাড়িবহর রাজধানীর উপকণ্ঠে পৌঁছাতে শুরু করে। খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহমা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিন পাঞ্জাব এলাকায় সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন।

সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, ‘এ নিয়ে সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে। আলোচনা চলমান।’

এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, ‘পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান।’

প্রসঙ্গত, ইমরান খান এক বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা হলেও এই নেতার জনপ্রিয়তা তুঙ্গে। তার দলের দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ২৪ নভেম্বর দেশ বিদেশে বিক্ষোভের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com