রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

ধৈর্য ধরুন, অনেক বড় সুসংবাদ আসছে: আসিফ নজরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৩৯ বার

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি। দেশের এই অবস্থায় ছাত্র-জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার বিকাল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান আসিফ নজরুল।

ঢাবির আইন বিভাগের এই অধ্যাপক বলেন, ‘সেনাপ্রধানের (ওয়াকার-উজ-জামান) সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ছাত্র-জনতার যে আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের। ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিকপথে অগ্রসর হবো।’

প্রসঙ্গত, চারটার কিছু আগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা, জোনায়েদ সাকি ও আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষ করেন সেনাপ্রধান। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে। আসিফ নজরুলের মাধ্যমে ছাত্রদের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com