ঢাকা সফররত জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অভিযোগগুলো যেন সুনির্দিষ্ট হয় এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেই যেন অভিযুক্ত করা হয়। তার মতে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তুর্ক আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় জাতিসঙ্ঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের কার্যক্রম ছাড়াও সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সাথে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন।
তিনি জানান, জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটা জঘন্য অপরাধ বিষয়ে তদন্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে স্বাধীন জাতিসঙ্ঘ ফ্যাক্টস ফাইন্ডিং মিশন।
সূত্র : বিবিসি