জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তা করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম সুধাংশু কুমার সাহা। তিনি এনবিআরে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এটা দ্বিতীয় কর্মকর্তার মৃত্যু। এর আগে গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন বলেন, সুধাংশু সাহা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-কর কমিশনার সুধাংশু সাহা ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। সুধাংশু সাহার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।