ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার ওলেনা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে ওলেনা লিখেছেন, ‘আজ আমি করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি এবং আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।’
এদিকে ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওলেনা সুস্থ আছেন। এখন তিনি স্বামী-সন্তান থেকে আলাদা থাকছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তাদের দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আপাতত মুখোমুখি সাক্ষাৎকার দেবেন না বলে জানিয়েছে তার দপ্তর। আর রাজধানীর বাইরে প্রেসিডেন্টের ভ্রমণও বাতিল করা হয়েছে।
করোনাভাইরাসে ইউক্রেনে এখন পর্যন্ত ২৯ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৮৭০ জন।