চীনের ঝিজিয়াং প্রদেশের তাইজহু শহরের তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার বিকেলে শেনইয়াং হাইকো এক্সপ্রেসওয়েতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের বৈশ্বিক টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন।
আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, প্রথম বিস্ফোরণের ধাক্কায় ট্যাঙ্কারটি ছিটকে পাশের একটি ওয়ার্কশপে গিয়ে পড়ার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের ঘটনায় আশেপাশের স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওয়েংলিং সিটি গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।