ইসরায়েলি গবেষকরা বলছেন, তারা এমন একটি ফেস মাস্ক উদ্ভাবন করেছেন, যা নিজে নিজে পরিষ্কার হয়ে যায়ে। এ মাস্কে একটি ইউএসবি পোর্ট আছে যেটি দিয়ে এটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়।
মাস্কের ভেতর কার্বন ফাইবারের একটি স্তর আছে, ইউএসবি সংযোগের মাধ্যমে যেটিকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপে করোনা ভাইরাস মারা যায়। তবে মাস্কটি যখন ইউএসবির মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে, তখন এটি না পরার পরামর্শ দেওয়া হয়েছে। এভাবে মাস্কটি জীবাণুমুক্ত করতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এ মাস্কটির পেটেন্টের জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন।
বিশ্বে চলমান করোনা মহামারীর মধ্যে ফেস মাস্ক নিয়ে বেশ সংকট তৈরি হয়েছে। এ ছাড়া মাস্ক পরিধান নিয়েও বিতর্ক কম নেই। এর মধ্যে এ ধরনের স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত হবে এমন মাস্ক সত্যিই প্রয়োজনীয়। ষবিবিসি