করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ফেরদৌস। তার পাঁচ বছর বয়সী ছেলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের ছেলে আদিয়াতের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।’
তিনি জানান, দশমিনা উপজেলায় এ মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। করোনাভাইরাস থেকে এ জেলায় ৪৬ জন সুস্থ হয়েছেন।