ইংল্যান্ডের শেফিল্ড অ্যাবেডাল শহরের বাসিন্দা অ্যালবার্ট নদ্রে। ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেবেন বলে পরিকল্পনা করেছিলেন মোমবাতির আলোয় রাতের খাবার খাবেন। তাই নিজের ঘরে রঙিন মোমবাতি, বেলুন ও কেক নিয়ে এসেছিলেন।
১০০টি মোমবাতি জ্বালিয়ে ঘর সাজিয়ে রেখে গিয়েছিলেন প্রেমিকাকে অফিস থেকে আনতে। কিন্তু এর মাঝেই ভেস্তে যায় তার পরিকল্পনা।
মোমবাতি থেকে আগুন লেগে অ্যালবার্ট নদ্রের ফ্ল্যাটটা পুড়ে গেছে। দমকলের বাহিনীর তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত হয়নি কেউ।
গত সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিজের ফ্ল্যাটে এসে অবশ্য বোকা বনে গেছিলেন অ্যালবার্ট। পোড়া ফ্ল্যাটেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রেমিকাও রাজি হয়েছেন।