একটি ল্যাবে সাইবার হামলা চালিয়ে চীনা হ্যাকাররা করোনা টিকার গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করেছে বলে দাবি জানিয়েছে স্পেন। এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো, ঠিক কোন ধরনের তথ্য চুরি গেছে বা কবে হ্যাক করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এনডিটিভি।
স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। টিকা সংক্রান্ত তথ্যের হদিস পেয়েই হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে। নির্দিষ্টভাবে যে স্পেনকেই টার্গেট করা হচ্ছে, তা নয়। যেসব দেশ বিশেষভাবে করোনার টিকা বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছে ও প্রায় সফল হয়েছে, সেই সব দেশের টিকা সংক্রান্ত তথ্য জানতেই হ্যাকিং করা হচ্ছে। মূলত চীনা হ্যাকাররাই এ ধরনের সাইবার হামলা চালাচ্ছে। তবে এর পাশে রাশিয়াও রয়েছে।
করোনা ভাইরাসের কারণে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে তা উত্তরণের একমাত্র উপায় টিকা। সে কারণেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই প্রাণঘাতী ভাইরাসের টিকা আবিষ্কারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক অঙ্গ সংস্থা ডব্লিউএইচও বারবারই সতর্ক করেছে যে, শুধু ধনী দেশগুলো যদি টিকা পায়, তাহলে পৃথিবী করোনামুক্ত হবে না।