বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী দেশ আজারবাইজানের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। তারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তত রয়েছে বলে জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আজ শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তাদের দেশ যুদ্ধ বিরতিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে আর্মেনিয়া। এসব দেশ ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্য।’
নাগারনো-কারাবাখে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দৃঢ়চেতা জবাব অব্যাহত থাকবে বলেও আর্মেনিয়ার দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে চলমান সংঘর্ষে নতুন করে ৫৪ জনসহ মোট ১৫৮ সামরিক সদস্যের প্রাণহানি হয়েছে। এরপরই আর্মেনিয়ার যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ করল।
গত রোববার আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সামরিক লড়াই শুরু হলে এ সংঘাত বন্ধে রাশিয়াসহ পশ্চিমা নেতাদের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। গত ছয় দিন ধরে চলা এই লড়াইয়ে কোনো বেসামরিক প্রাণহানির কথা না জানালেও আজারবাইজান জানিয়েছে যে, আর্মেনিয়ার সেনাদের গোলার আঘাতে আজারবাইজানের ১৯ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
এ দুই দেশের মধ্যে চলমান এই বিবাদ সর্বাত্মক লড়াইয়ে রুপ নেওয়ার ঝুঁকি তৈরি করেছে, যাতে করে অনেকেই এ যুদ্ধে যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে দুই পক্ষের হয়ে সামনের সারিতে মুখোমুখি হতে পারে রাশিয়া এবং তুরস্ক।আন্তর্জাতিক পরিমন্ডলে আজারবাইনের শক্তিশালী মিত্র হিসেবে পরিচতি রয়েছে তুরস্কের। আর আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়ার।