সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

বাইডেনের কাছে হারলে দেশ ছাড়বেন ট্রাম্প!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৯২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে তাকে হয়তো দেশ ছাড়তে হবে বলে রসিকতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যাকন শহরে এক নির্বাচনী সমাবেশে এই ব্যঙ্গার্থক রসিকতা করেন তিনি।

প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি আশাবাদ, সুযোগ ও প্রত্যাশা দেব। আমরা এটিই করছি। এই কারণে আমাদের এই চেতনা রয়েছে। আমার বলতে খারাপ লাগছে কারণ আমি জর্জিয়াকে অপমান করতে চাই না। কিন্তু আমাদের দেশজুড়ে এমনটিই হচ্ছে।’

দ্য হিল, ইকোনোমিক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওই ভাষণেই ট্রাম্প করোনার সংক্রমণ ঠেকাতে বাইডেনের প্রচার সমাবেশে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পরা নিয়ে বিদ্রূপ করেন।

ট্রাম্প বলেন, ‘এটি নিয়ে আমার মজা করা উচিত না, আপনারা কি জানেন? প্রেসিডেন্সিয়াল রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই আমাকে চাপে রেখেছে। আপনারা ভাবতে পারেন যদি আমি হেরে যাই? আমার পুরো জীবনভর কী করবো? রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেলে আমি ভালো অনুভব করব না।’

‘হয়তো আমি দেশ ছেড়ে দেবো। আমি জানি না’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পবিরোধী রিপাবলিকান গোষ্ঠী দ্য লিংকন প্রজেক্ট দ্রুতই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়েছে। বাইডেনের প্রচার টিমও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই মন্তব্যের ভিডিও প্রকাশ করেছে।

এর আগে গত মাসে নর্থ ক্যারোলাইনাতে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘যদি আমি বাইডেনের কাছে হেরে যাই, জানি না আমি কী করব। আমি আপনাদের সঙ্গে আর কথা বলব না।’

২০১৬ সালের নির্বাচনের সময়ও কৌতুক করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, যদি তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকানদের মনোনয়ন না পান তাহলে জনগণের সামনে আর আসবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com