নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রে একদিকে চলছে উত্তেজনা, অন্যদিকে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত মঙ্গলবার ভোটের দিন বিপুল সংখ্যক করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। গতকাল বুধবার সে সংখ্যা ছাড়িয়ে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবার পুরো যুক্তরাষ্ট্রে ১ লাখ ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার রোগী শনাক্ত হয়েছিল ৯২ হাজার ৬৬০ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, নির্বাচনের দিনের আগে পরে এত মানুষের করোনা সংক্রমণ বিপদ ডেকে আনতে পারে। মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু- দুদিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে আছে দেশটি।