বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

নিষেধাজ্ঞার পরও পদ্মা সেতুর পিলারে আঁকিবুকি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১৯২ বার

পদ্মা সেতুর পিলারের গায়ে লেখালিখি বা আঁকিবুকি আগে থেকে নিষেধ করেছে সেতু কর্তৃপক্ষ। তারপরও সেতু এলাকায় ঘুরতে যাওয়া লোকজন নিয়মিত এ কাজটি করছে। এটি বেশি ঘটেছে পদ্মার চরে থাকা পিলারগুলোতে।

সরেজমিনে চরে থাকা তিন-চারটি পিলারে বিভিন্ন ধরনের লেখা ও আঁকিবুকি দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা তর্ক-বিতর্ক। সেতুর সর্বশেষ স্প্যান বসানোর পর বিষয়টি সবার নজরে এসেছে।

সেতুর প্রকৌশলীরা জানান, শ্রমিক, প্রকৌশলীরা যখন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, সেখানে এ রকম বিষয়গুলো মর্মাহত করে। তবে সেতুর নির্মাণকাজ শেষ হলে তখন এসব থাকবে না বলে জানান তারা।

দর্শনার্থীদের এসব থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রকৌশলীরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের এ ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।

এ ব্যাপারে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, মুন্সীগঞ্জের মাওয়া অংশে থাকা পিলার যাতে সুরক্ষিত থাকে এজন্য নৌ-পুলিশের সদস্যরা কাজ করেন। চরের অংশে থাকা পিলারে যাতে কেউ লেখালেখি না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রলার, স্পিডবোট চালকদেরও এ ব্যাপারে সচেতন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com