যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে প্রবেশ করে স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ারে বসে টেবিলে পা তুলে ছবি তোলা ট্রাম্পের সমর্থক রিচার্ড বার্নেডকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার আরকানসাস রাজ্যের লিটল রক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার এড়াতে রিচার্ড নামের ওই ব্যক্তি নিজের মুখের দাঁড়ি পরিবর্তন করে ফেলেছিলেন।
ছবিতে দেখা যায়, রিচার্ড স্পিকার পেলোসির অফিসে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেইস বল ক্যাপ। কিন্তু পরে তিনি ক্লিন সেভ করে বেশভূষা পরিবর্তন করে ফেলেন। তবে এসব করেও ছাড় পাননি ট্রাম্পের এই সমর্থক। ছবি দেখেই শনাক্ত করা হয় রিচার্ডকে।
গ্রেপ্তারের পর রিচার্ডের বিরুদ্ধে জনগণের সম্পদ নষ্ট করা, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এফবিআই তাদের হেফাজতে রিচার্ডকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।