মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে ব্যাপক পরিবর্তনের আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১২৯ বার

ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হয়ে থাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। জনপ্রিয় এই লিগে সুযোগ সুবিধা না পাওয়ায় বড় দলগুলো ইতোমধ্যে সুপার লিগ নামে নতুন একটি লিগের আত্মপ্রকাশ ঘটিয়েছে, যা মোটেও সহজভাবে নিচ্ছে না উয়েফা-ফিফাসহ ফুটবলের শীর্ষ সংস্থাগুলো। তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ প্রকাশ করেছে উয়েফা। আগামী ২০২৪ সাল থেকে নতুন নিয়মে চলবে এ আসর। এমন সংবাদই প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

উয়েফার পূর্ব নির্ধারিত বৈঠক শেষে সোমবার এসব তথ্য জানানো হয়। আলোচনায় ৩২ দলের পরিবর্তে ৩৬ দল নিয়ে ভবিষ্যতে আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। উয়েফার নতুন সংস্করণগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো…

১. স্বাভাবিক গ্রুপ পর্বের পরিবর্তে লিগ ভিত্তিতে চলবে চ্যাম্পিয়ন্স লিগের খেলা।

২. বাড়বে দলের সংখ্যা। ৩২ দলের পরিবর্তে ৩৬ দলকে নিয়ে আসর আয়োজনের পরিকল্পনা।

৩. ইউরোপের এলিট ক্লাবরা কোয়ালিফাই না করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। তাদের জন্য আলাদা জায়গা রাখা হবে।

৪. সেরা ৮ দলের কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হবে নকআউট পর্ব।

৫. প্রত্যেক ক্লাব কমপক্ষে ১০টি ম্যাচ খেলার নিশ্চয়তা পাচ্ছে এবং পাশাপাশি বাড়ছে তাদের আয়ও।

৬. অন্যান্য দলগুলো নতুন নিয়মে প্লে-অফ ম্যাচ খেলে কোয়ালিফাই করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com