ওয়াশিংটন ডিসি: আগামী নভেম্বর মাসের ২৬-২৮ শুক্র শনি ও রোববার ৩ দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল কালচারাল এক্সপো ”উইটসি ২০২১”। ”কানেক্ট এন্ড প্রমোট ইউর প্রডাক্ট টু দ্যা ওয়ার্ল্ড” এই স্লোগান নিয়ে বাংলাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা সহ সারাবিশ্বের প্রায় শতাধীক ব্যাবসায়ী প্রতিষ্ঠান উইটসি ২০২১ এ অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ইন্টারন্যাশনাল কালচারাল এক্সপো’র প্রেসিডেন্ট ও প্রথম উইটসি ২০২১ এর আহবায়ক জি আই রাসেল।
৩ দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল কালচারাল এক্সপো ”উইটসি ২০২১” এর আসর বসবে গেলর্ড রিসোর্ট এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার, ২০১ ওয়াটার ফ্রন্ট রোড, ন্যাশনাল হারবর, মেরিল্যান্ড, ইউএসএ। উইটসি প্রিমিয়াম প্যাভেলিয়ন ১০ হাজার ইউএস ডলার, উইটসি এক্সিকিউটিভ প্যাভিলিয়ন ৭৫০০, উইটসি প্যাভিলিয়ন ৫০০০, উইটসি সিলভার বুথ ২৫০০ এবং উইটসি রেগুলার বুথ মাত্র ১০০০ ইউএস ডলার।
উইটসি ২০২১ এ ষ্টল সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ভিজিট করুন উইটসিডিসি.কম (witcedc.com) অথবা ইমেইল করুন (witcedc@gmail.com) অথবা ফোন করুন ২০২-৭৭৯-৭৩২২।