বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

১৫ আগস্ট টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৮৪ বার

আগামী ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ‘জাতি জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে নিউইয়র্কের প্রাণকেন্দ্র ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। ঐদিনের প্রথম প্রহর অর্থাৎ নিউইয়র্কের মধ্যরাত ১২টা ১ মিনিট হতে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শন করা হবে। এর মোট ব্যাপ্তিকাল হবে ৩ ঘন্টা এবং প্রদর্শিত হবে মোট ৭২০ বার। এই উদ্যোগ বাস্তবায়নে প্রথমিকভাবে ব্যয় ধরা হয়েছে মোট প্রায় ১লাখ ডলার। এই প্রদশর্ণীর উদ্যোগক্তা নিউইয়র্কের ‘এনওয়াই ড্রিমস প্রোডাকশন’।
সিটির খাবার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ‘এনওয়াই ড্রিমস প্রোডাকশন’-এর কর্ণধার ফাহিম ফিরোজ এই উদ্যোগের কথা জানান। গত ১৫ জুন মঙ্গলবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে তোফা হোসেইন, সেলিনা সুলতানা সুইটি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাহিম ফিরোজ জানান, ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনের উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত এবং এই উদ্যোগের সাথে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমরা প্রাথমিক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছি এবং এই উদ্যোগ সফল করতে এবং ভালো করতে প্রয়োজনে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও তাঁর কিছু কিছু কথা বাংলা/ইংরেীজীতে প্রচার বা ভাষণ প্রচার করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। তিনি তার উদ্যোগটি সফল করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রদর্শণীতে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ সহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন প্রাধান্য পাবে। যা বিলবোর্ড কর্তৃপক্ষ অনুমোদন করেছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ফাহিম ফিরোজ জানান, কেউ সহযোগিতার হাত বাড়ালে বা স্পন্সর করলে তা সাদরে গ্রহণ করা হবে। আর তা না হলেও তার ব্যক্তিগত উদ্যোগে খরচ বহন করবেন। কারণ এটি তাঁর স্বপ্ন। তিনি আরো জানান, তার উদ্যোগের বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই অবগত হয়েছেন।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যক্তিভাবে তিনি একজন বিজ্ঞাপন নির্মাতা। তাই সংশ্লিস্টদের সাথে সম্পর্ক থাকায় অনেক কমমূল্যে তিনি টাইমস স্কয়ারের বিল বোর্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগ কাজে লগিয়ে বঙ্গবন্ধুকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান।
অপর এক প্রশ্নের উত্তেরে ফাহিম ফিরোজ নিজেকে ‘অরাজনৈতিক ব্যক্তি’ দাবি করে বলেন, ‘জাতির জনক’-এর প্রতি গভীর ভালবাসা আর শ্রদ্ধা থেকে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তিনি এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক নগরীর দর্শনার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, বাংলাদেশের দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের সন্তান ফাহিম ফিরোজ। বাংলাদেশে পড়াশুনা শেষ করে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পর এদেশেও লেখাপড়া করেন। ডকুমেন্ট তৈরী সহ বিজ্ঞাপন নির্মাণই তার পেশা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com