যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাছে হাইওয়েতে একটি ভ্যান উল্টে গেলে অন্তত ১১ অভিবাসী মারা গেছে। বুধবার মেক্সিকো সীমান্ত থেকে ৩০ জন অভিবাসীকে নিয়ে ভ্যানটি টেক্সাসের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, হাইওয়েতে একটি বাঁকের মুখে আচমকাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি ইউটিলিটি পোস্ট এবং তারপর রোড সাইনে গিয়ে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। উদ্ধারকারীরা ভ্যান থেকে একের পর একটি লাশ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে। ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই চোট গুরুতর। বেসরকারি সূত্রের দাবি, ১১ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভ্যানটিতে ১৫ জন যাত্রী নেয়ার কথা। কিন্তু নিয়ম ভেঙে তাতে ৩০ জন যাত্রী তোলা হয়। হাইওয়েতে ভ্যানের গতিবেগও বেশি ছিল। সে কারণেই তা নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর সাথে যোগাযোগ করেছে মার্কিন অভিবাসন মন্ত্রণালয়। অভিবাসীদের চিহ্নিত করে দেশে ফেরানোর জন্য আবেদন করা হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে